আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: বিকাল ৫:৫৬ |

নবীনগরে বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা নাজমুল হোসেন তাপসের বিশাল শোডাউন.।

কাজী মেহেদী হাছান  :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিপ্লবী ও সংহতি দিবস উপলক্ষে শনিবার(১৬/১১) বিকালে বিশাল শোডাউন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব কাজী মোঃ আনোয়ার হোসেনের উত্তরসূরী গত নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা। শোডাউন শেষে পৌর সদরে সমবায় মার্কেটের সামনে পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সায়েদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এড: আনিসুর রহমান মঞ্জু, সাবেক মেয়র মাইন উদ্দিন মাঈনু প্রমুখ। বক্তারা বলেন, পকেট কমিটি যেখানেই মিটিং করবে সেখানেই প্রতিবাদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মুকুল। 

ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বলেন, পকেট কমিটির মাধ্যমে নবীনগর বিএনপির রাজনীতি চলতে পারে না। নাজমুল হোসেন তাপসের নেতৃত্বেই নবীনগর বিএনপি চলবে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড: আনিছুল হক বলেন, এম পকেট কমিটি দিয়ে বিএনপির রাজনীতি চলতে পারে না। এমকে নবীনগরের রাজনীতি থেকে অবাঞ্ছিত করা হবে।

সাবেক মেয়র মাইন উদ্দিন মাইনু বলেন, কাজী তাপসকে দিয়েই চলবে নবীনগরে বিএনপির রাজনীতি, এসময় উপস্থিত ছিলেন কাজী মামুন, আহমেদ আমিন সজীব,আবুল কাশেম, মোঃ দুলাল মিয়া,  মালদ্বীপ প্রবাসী আব্দুল কাইয়ুম, কাজী হাসান, কাজী  আলাউদ্দিন সহ নবীনগর উপজেলা বিএনপি অগ্রসংগঠনে নেতৃবৃন্দ ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top