আর.এ.জাবেদ :
ফেনীতে ১০টি সোনারবার সহ দ্বিজেনধর নামের এক সোনা চোরা কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত দ্বিজেনধর চট্টগ্রামের রাউজান এলাকার সুধাংশ ধরের ছেলে। রবিবার বিকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খাইয়ারা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা।
এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি পরিবহনের যাত্রীর পুরো শরীর তল্লাশী করা হয়। পরে পাচারকারীর পরিহিত দুইটি জুতার ভেতর অভিনব কৌশলে লুকানো অবস্থা থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১০ টি সোনার বারের ওজন ১১৬৬.৭১ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।