আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ১:৫৮ |

প্রতারক হইতে সাবধান, কটিয়াদীতে ইউএনও’র অফিসিয়াল নাম্বার ক্লোন করে চাঁদা দাবি  

এফ এম আব্বাস উদ্দিন জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ 

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল নাম্বার ক্লোন করে একটি প্রতারক চক্র বিভিন্ন মহলের কাছে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসারের পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। 

সোমবার উপজেলা নির্বাহী অফিসার মঈদুল ইসলাম সর্বসাধারণকে বিভ্রান্ত না হয়ে সাবধানে থাকার জন্য সামাজিক গণমাধ্যমে একটি বিবৃতি প্রদান করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে।  

উপজেলা প্রশাসন সূত্রে যায়, গত সপ্তাহে আগের উপজেলা নির্বাহী অফিসারের বদলি হয়। এর পর থেকেই একটি প্রতারক চক্র ইউএনও’র অফিসিয়াল নম্বর ক্লোন করে বিভিন্নমহলের কাছে ফোন দিয়ে ইউএনও’রএর পরিচয় দিয়ে চাঁদা দাবি করছে। ইউএনও’র পরিচয় দিয়ে চাঁদা দাবি করার বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায়, উপজেলা প্রশাসনকে জানানো হলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

 নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মাঈদুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের সরকারি নম্বরে কল করে চাঁদা দাবি করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সাবধান থাকতে উপজেলা প্রশাসন থেকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে প্রতারকচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জ, কটিয়াদী থানাকে অবহিত করা হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম জানান, ইউএনও’র সরকারি নাম্বার ক্লোন করে চাঁদা দাবি করার অভিযোগ পাওয়া গেছে, প্রতারকচক্রকে ধরতে আমরা অনুসন্ধান শুরু করেছি৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top