আর এইচ পলাশ (চট্টগ্রাম):
চট্টগ্রামের সীতাকুণ্ডে শহীদ জিয়া ও আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়। কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে সোমবার তিনটায় আনিসুল হক স্মৃতি একাদশের বিপক্ষে মাঠে নামে ভাইয়েরখীল ফুটবল একাদশ। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আনিসুল হক স্মৃতি একাদশ এবং শেষার্ধ আরেকটি গোল করে ৩-০ তে জয়লাভ করে আনিসুল হক স্মৃতি একাদশ। এ সময় দুটি গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ অর্জন করে অজয় চন্দ্র দাস।
এতে তরুন সমাজের পক্ষ থেকে আনিসুল হক স্মৃতি একাদশের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন সাবেক কুমিরা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আনিসুল হকের ছেলে আকরামুল হক আকাশ।
টিমে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন সাদিন, শাহাদাত, সজিব,আশিস, সবুজ, আরমান, অজয় , মফিজ আকিব, মুন্না, রিয়াজ, শাওন, রিফাত, সৌরভ, মনিক, শামীম।
টুর্নামেন্টে লিগ পদ্ধতিতে পরিচালিত হবে। টুর্নামেন্টের সর্বমোট ৩২ টি দল অংশগ্রহণ করে। সর্বমোট ৬৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক যুগ্ন মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। ম্যাচ এলাকার সময় উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এস এম ইব্রাহিম।