মনির হোসেন:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর প্রেসক্লাবের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৯ তম বর্ষে পদার্পণ উপলক্ষে দুইদিন ব্যাপি আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। যথাক্রমে গত শুক্রবার ও শনিবার প্রেসক্লাব কার্যালয়ে ও মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে দুইদিন ব্যাপি এ উৎসব অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।
প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি),অফিসার ইনর্চাজ আবদুর রাজ্জাক,প্রধান আলোচক প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবু কামাল খন্দকার। সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল। সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাকির হোসেন রাসেল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য তৌহিদুল ইসলাম তৌহিদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রাজু, পৌর বিএনপি সভাপতি ওবায়দুল হক লিটন পৌর জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম বাশার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, মাধ্যমিক শিক্ষক সমিতি সাবেক সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ,প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ, প্রেসক্লাবের সহ সভাপতি জহিরুল হক বুলবুল প্রমূখ।দ্বিতীয় পর্বে শনিবার মহিলা কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠার ৩৯ বছরে পদার্পণ উপলক্ষে নবীনগর প্রেসক্লাব পরিবারের মিলনমেলা অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী।উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শিশুদের দৌড় প্রতিযোগিতা মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা শেষে স্মৃতিচারণ আলোচনা সভা ও ক্রেস্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী প্রিয়াঙ্কা সরকার, থানার অফিসার ইনর্চাজ আবদুর রাজ্জাক,প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)শুক্লা রানী ভট্টাচার্য , প্রতিষ্ঠাকালিন সদস্য জাকির হোসেন রাসেল,এম কে কিবরিয়া রিপন,তৌহিদুল ইসলাম,জাকারিয়া সরকার তসলিম,মোঃ মলাই মিয়া,মোঃ আতাউর রহমান ।
সভাপতিত্ব করেন, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, সাবেক সভাপতি জালাল উদ্দিন মনির, সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মিনাজ, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল প্রমূখ।