আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:০৯ |

নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার ডাকাত আটক 

মোঃ জাবেদ আহমেদ জীবন  :;

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির প্রস্তুতিকাল অস্ত্রসহ ডাকাতদলের চার সদস্যকে  আটক করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক  বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটক ব্যক্তিরা হলেন, জাহাঙ্গীর মিয়া (২৮),  আব্দুল হাদি (৩৫), মেরাজুল ইসলাম ও  আবুল কালাম (৩০)। তাদের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার মোহিনীপুর গ্রামে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার তিতাস নদীর কৃষ্ণনগর ইউনিয়নের সীতারামপুর মনতলা সেতুর ওপর শনিবার মধ্যরাতে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে নবীনগর থানার সেকেন্ড অফিসার এস আই আক্কাস আলীর নেতৃত্বে পুলিশ ওই সেতুতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ দুটি দেশীয় তৈরি পাইপ গান (বন্দুক) ও ৪ রাউন্ড কার্তুজসহ ৪ ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয়।

নবীনগর থানার অফিসার ইনচার্জ  আবদুর রাজ্জাক জানান গ্রেপ্তার হওয়া ডাকাতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top