রেজাউল- ঝিনাইদহঃ
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাইসাইকেল আরোহী নুর ইসলামের। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের বাসিন্দা। রবিবার তিনটার সময় ঘটনাটি ঘটেছে কোটচাঁদপুর পুড়াপাড়া সড়কে। জানা যায়, মহেশপুর উপজেলার মালাধরপুর গ্রামের বাসিন্দা নুর ইসলাম (৫৫)। সে ওই গ্রামের মৃত ওয়ারিশ মন্ডলের ছেলে। নুর ইসলাম রবিবার দুপুরে বাড়ি থেকে বাইসাইকেল যোগে কোটচাঁদপুর শহরে আসছিল।
পথিমধ্যে বিদ্যাধরপুর বাজার সংলগ্ন সড়কে পৌছালে চৌগাছার পুড়াপাড়া থেকে ছেড়ে আসা ট্রাকটি তাকে পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে করে সে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তাকে দেখে মৃত বলে ঘোষনা দেন। বর্তমানে নুর ইসলামের মৃত দেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ধাক্কা দেয়া ট্রাকটির নাম্বার যশোর ট-১১ -৪৮৪৫। জনতা ট্রাকটি আটক করেছেন বলে জানা গেছে।
কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) মাসুদ মিয়া বলেন, এটা মহেশপুরের ঘটনা। মারা যাওয়ার পর তাঁর স্বজনরা তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ কারনে আমাদের জরুরি ডিউটিরত পুলিশ ওখানে গেছে।
তিনি বলেন, আমাদের থানা পুলিশ শুধু সুরতহাল করবেন। তবে মামলা হবে মহেশপুর থানায়। ইতোমধ্যে আটক ট্রাকটি মহেশপুর থানা পুলিশ নিয়ে গেছে।