কালাই প্রতিনিধি:লিটন তালুকদার
জয়পুরহাটে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে চলতি বছরে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান এর সভাপতিত্বে, প্রশাসনিক কর্মকর্তা মো. ছাইফুল ইসলাম সঞ্চালনায় বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম ও খতিব শায়েখ মোহাম্মদ মামুনূর রশীদ। স্মরণ সভায়
বক্তব্য রাখেন কালাই উপজেলার তালখুর গ্রামের শহিদ রিতা আক্তার এর মা রেহেনা বিবি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি তামিম সরকার, প্রেসক্লাব কালাই এর সভাপতি মোঃ আতাউর রহমান, ছাত্রদের মধ্যে রাতুল, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুর রউফ, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল আলিম, উপজেলা কৃষি কর্মকর্তা অরুণ চন্দ্র রায় প্রমুখ।
স্মরণসভা শেষে শহীদ রিতার মাকে আর্থিক সহায়তা করেন প্রদান করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে।
ছবির ক্যাপশন
-১/ শহীদ রিতার মাকে আর্থিক সহায়তা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।
২/ সভায় বক্তব্য দিচ্ছেন শহিদ রিতার মা রেহেনা বিবি।