মনির হোসেন :
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অত্যন্ত জাকজমকপূর্ণতায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জিনদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ফাইনাল এই খেলায় অংশগ্রহণ করেন মায়ের দোয়া বয়েজ ক্লাব বনাম বিসমিল্লাহ বয়েজ ক্লাব।
সভাপতিত্ব করেন জিনদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফেজ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আবুল কালাম আজাদ।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ডের মেম্বার বশির আহাম্মদ।
প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন জিনদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ নাছির সরকার। পৃষ্ঠপোষকতা হিসেবে ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদ ০৪ নং ওয়ার্ডের মেম্বার খোরশেদ আলম, ০২ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মামুন মুরশিদুল হক, ০১ নং ওয়ার্ডের মেম্বার সৈয়দ জামাল মিয়া, সমাজসেবক জামাল মিয়া, হাজী জীবন মিয়া, মোঃ আবু জাহের ডাক্তার, জিনদপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনির হোসেন, মোঃ ফরহাদ মিয়া, মোঃ রেজাউল করিম, জিনদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি সোয়েব আলম চৌধুরী প্রমুখ।
খেলায় মায়ের দোয়া বয়েজ ক্লাবকে হারিয়ে বিসমিল্লাহ বয়েজ ক্লাব চ্যাম্পিয়ন হয় ।
খেলার পরিচালনায় ছিলেন মোঃ আমানউল্লাহ, কিবরিয়া, নূরুল ইসলাম ও আমজাদ হোসেন।