আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: দুপুর ১:১৪ |

ঘোড়াঘাটে মন্ডল ডেইরী হাব পরিদর্শন করেন প্রকল্প পরিচালক ডাঃ মোঃ  জসিম উদ্দিন 

আনভিল বাপ্পি ঘোড়াঘাট  দিনাজপুর প্রতিনিধিঃ 

দিনাজপুরের ঘোড়াঘাটে জেলার একমাত্র ডেইরী হাব মন্ডল ডেইরি ফার্ম পরিদর্শন করেন, প্রাণিসমম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর প্রকল্প পরিচালক ডাঃ মোঃ জসিম উদ্দিন।

আজ রবিবার(১ ডিসেম্বর) দুপুর ১ টায় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত প্রয়াত মোহাম্মদ বদরুল আলম মন্ডলের হাতে গড়া প্রতিষ্ঠান মন্ডল ডেইরি ফার্ম-ডেইরি হাব এর যন্ত্রাংশ পর্যালোচনা ও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সিটিসি এলডিডিপি ড. মোঃ গোলাম রাব্বানী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো. রবিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ভেটেরিনারি সার্জন আরিফা পারভীন বন্যা উপস্থিত ছিলেন।

মন্ডল ডেইরী ফার্ম-ডেইরী হাবের স্বত্বাধিকারী কৌশিক মন্ডল জানান, সারাদেশে ১০ টি ডেইরী হাবের মধ্যে দিনাজপুর জেলার একমাত্র ডেইরী হাব এটি। এ ডেইরী হাব দুধ সংগ্রহ, শীতলীকরণ ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। এখান থেকে পাস্তুুরিত তরল দুধ ও দুগ্ধজাত পন্য- যেমন- মাঠা, ঘি, আইসক্রিম, দই, মিষ্টি উৎপাদন ও বিপণন করা হবে বলে জানান তিনি।

 পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, খামারী সাব্বির হোসেন, জাহাঙ্গীর আলম,আসাদুল, ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক চ্যানেল এস টিভি আনভিল বাপ্পি, এশিয়ান টিভি প্রতিনিধি সুলতান কবির, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি রাফছানজানি শুভ প্রমুখ! 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top