আজ: বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,  | সময়: ভোর ৫:০৭ |

স্বেচ্ছাসেবী সংগঠন ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন শীর্ষক ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ। 

মনির হোসেন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ

মন্ত্রণালয় কর্তৃক বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে “সমাজকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যবস্থাপনা ও কর্মীদের দক্ষতা উন্নয়ন ” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ১০ম ব্যাচের শুভ উদ্বোধন রবিবার (০১/১২) অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ নিউ ইস্কাটন রোড, ট্রপিক্যাল এনএমজি টাওয়ার ঢাকা প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব(যুগ্মসচিব) মোঃ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক ( উপসচিব) মোঃ মোখলেসুর রহমান। 

এ প্রশিক্ষণ কোর্সের ম্যানেজার অব ডে এর দায়িত্ব পালন করেন নবীনগর সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। 

নবীনগর সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মাহাবুব আলম লিটন এর কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়। বিভিন্ন জেলা উপজেলা থেকে এ প্রশিক্ষনের ১০ ব্যাচের মোট ৩৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করে।

প্রশিক্ষণের প্রথমদিনে দেশের আর্থসামাজিক উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চলমান গুরুত্বপূর্ণ কার্যক্রম,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পরিচিতি এবং জনকল্যাণে পরিচালিত কার্যক্রম, সমাজকল্যাণের গুরুত্ব প্রয়োজনীয়তা এবং ব্যক্তি ও সংগঠনের ভূমিকা,স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস ব্যবস্থাপনা  এবং দাপ্তরিক যোগাযোগ দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব ও দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা,মাদকাসক্তি নিরসন নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সব বিষয়ে ট্রেইনার ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব(যুগ্মসচিব) মোঃ শহিদুল ইসলাম,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. তাহমিনা আখতার,বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অতিরিক্ত পরিচালক ( উপসচিব)  মোঃ মোখলেসুর রহমান, উপ পরিচালক ভবেন্দ্র নাথ বাড়ৈ,সহকারি পরিচালক (প্রশাসন)মোঃ মোহিব্ববল্লাহ। 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top