কালাই থেকে লিটন তালুকদার;;
জয়পুরহাটের কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৪ টার দিকে কালাই খাদ্য গুদামে প্রধান অতিথি থেকে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ, সাধারন সম্পাদক হুমায়ন কবির তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজার রহমান,আব্দুল মান্নান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ইমরান হোসেন,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান, মোলামগাড়ি হাট খাদ্য গুদাম উপ পরিদর্শক এনামূল হক প্রমুখ।
খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব রায়হান জানান, চলতি আমন মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ৮২৮মেট্রিক টন ধান, ৪৭ টাকা কেজি দরে ২১৯২ মেট্রিক টন চাল এবং আতব চাল ৪৬ টাকা কেজি দরে ২২৬ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেই সাথে আগামী বছরের ২৮ ফেব্রয়ারী পর্যন্ত ধান ও চাল সংগ্রহ চলবে।