আনভিল বাপ্পি ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি.
দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি নিয়ে বিভিন্ন কার্যক্রম চলতি মাসের ১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে।
এরই অংশ হিসেবে আজ বুধবার ঘোড়াঘাট পৌরসভার উদ্যোগে ঘোড়াঘাট মহিলা ডিগ্রী কলেজে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঘোড়াঘাট মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. সালাউদ্দিন আহমেদ খান,ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা নারীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে ও স্বাবলম্বী হতে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।