আজ: সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   | সময়: সকাল ৯:১৮ |

৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস। 

আশিকুর রহমান শ্রাবন –

  ৮  ডিসেম্বর  ১৯৭১ সালের এই দিনে আফসার বাহিনীর আক্রমণে পাক হানাদার ও রাজাকার বাহিনী ময়মনসিংহের ভালুকার ঘাঁটি ছেড়ে যেতে বাধ্য হয়। 

এই দিনটিকে স্বরণীয় করে রাখতে  মুক্তিকামী জনতা ৮ ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস হিসেবে প্রতি বছরই   উদযাপন  করে আসছে । তারই ধারাবাহিকতায় রবিবার সকালে দিবসটি যথাযথভাবে পালনের লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্তর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । বীরমুক্তিযোদ্ধাগন,প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সূধীজনের অংশ গ্রহনে শোভাযাত্রাটি স্থানীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন । 

পরে বীরশহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় । 

এ সময় উপজেলা নিরবাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার আলীনূর খান,সহকারী কমিশনার ও পৌর প্রশাসক ফারহান লাবিব জিসান, মডেল থানা অসি শামছুল হুদা খান, উপজেলা বিএনপির সিনিয়র যূগ্ম আহবায়ক রহুল আমিন মাসুদ, সালাহ উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু, রহুল আমিন, সদস্য হামদি কারী, নূরুল হক, আব্দুর রঊফ তালুকদার, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, সিনিয়র যুগ্ম আহবায়ক শামছুদ্দিন আহম্মেদ,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল সহ বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,প্রশাসনিক কর্মকর্তা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আইন শৃংখলা বাহিনীর সদস্য ও সূধীজন উপস্থিত ছিলেন  ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top