আজ: শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: বিকাল ৫:২১ |

বোর্ডের কড়াকড়িতে রঞ্জি ট্রফিতে নাম লেখালেন কোহলি

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে হারের পর ক্রিকেটারদের উপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে বিসিসিআই। কঠোর নির্দেশনার মধ্যে রয়েছে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ। তারই অংশ হিসেবে ১২ বছর পর ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে ভারতীয় তারকা বিরাট কোহলিকে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজে হারের পর দলের মধ্যে শৃঙ্খলা, একতা ও ইতিবাচক পরিবেশ নিশ্চিত করতে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সে কারণে এখন থেকে জাতীয় দলের জন্য বিবেচিত হতে এবং কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলতেই হবে।

বিশেষ পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ থেকে বিরত থাকা যাবে, তবে সেক্ষেত্রে নির্বাচক কমিটির চেয়ারম্যানের অনুমোদন সাপেক্ষে, যা স্বচ্ছতার সঙ্গে নিশ্চিত করতে হবে। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। অফ ফর্মের কারণে বেশ সমালোচনার মুখে পড়েছিলেন কোহলি। আপাতত ঘরোয়া ক্রিকেটে ফিরছেন এই তারকা। বাধ্যতামূলক হওয়ায় আগেই রঞ্জি ট্রফিতে খেলা আগেই নিশ্চিত করেছেন রোহিত শর্মা, শুবমান গিল, রবীন্দ্র জাদেজারা। রঞ্জি ট্রফিতে ১২ বছর পর ফিরছেন বিরাট কোহলি। দিল্লীর হয়ে ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লীর কোচ সরনদীপ সিং। ভারতের ঘরোয়া প্রথম-শ্রেণির টুর্নামেন্টে কোহলি সর্বশেষ খেলেছিলেন সেই ২০১২ সালে। তবে এর আগে আগামীকাল বৃহস্পতিবার সৌরাষ্ট্রের হয়ে মাঠে নামবেন রিশাভ পান্ট, রবীন্দ্র জাদেজারা। এদিন দিল্লীর ম্যাচ থাকলেও খেলবেন না কোহলি। এ বিষয়ে কোহলি বিসিসিআইকে জানিয়েছেন, এখনো ঘাড়ের ব্যথা পুরোপুরি সারেনি তার। বোর্ডার- গাভাস্কার ট্রফি শেষ হওয়ার ৩ দিন পর ৮ জানুয়ারি ইনজেকশন নিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ওয়ানডের সিরিজ খেলবে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে খেলবেন কোহলি। সেক্ষেত্রে রেলওয়ের বিরুদ্ধে ম্যাচের পর ভারত স্কোয়াডে সঙ্গে যোগ দেবেন কোহলি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top