আজ: রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১২:৫২ |

মিথ্যা ভিত্তিহীন মামলা থেকে খালাস পেলেন দুর্নীতি রিপোর্ট২৪.কমের সম্পাদক -এলিয় সরকার।

বস্তুনিষ্ঠ সত্য তথ্য বহুল সংবাদ প্রকাশের কারণে গত ২০২০ সালের ১৮ই মে দুর্নীতির রিপোর্ট ২৪.কমে “গাজীপুরে ৩ আসনের এমপি সবুজের ত্রাণের নামে চাঁদাবাজি অভিযোগ, স্ত্রী ঝুমার অবৈধ সম্পদের পাহাড়”,শিরোনামে সংবাদ প্রচার হয়, অতঃপর ১৯ মে ২০২০ইং এমপি সবুজ নিজের অপরাধ আড়াল করার জন্য দুর্নীতি রিপোর্ট ২৪.com এর সম্পাদক এলিয় সরকার ও প্রকাশক আমিনুল ইসলাম শাহিন এবং গাজীপুর প্রতিনিধি হান্নান মোল্লার নামে মিথ্যা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুর শ্রীপুর থানায় মামলা করে মামলা নং ৪৫/২০২০.

ফ্যাসিবাদ সরকারের দোসর চাঁদাবাজ সন্ত্রাসী ও দুর্নীতিবাজ গাজীপুর ৩ আসনের এমপি ইকবাল হোসেন সবুজ এবং তারই পালিত সন্ত্রাসী হুমায়ুন হুমায়ুন কবির হিমু শ্রীপুর থানার তৎকালীন দায়িত্ব প্রাপ্ত ওসি মোহাম্মদ লিয়াকত আলী যোগসাজশে কোন প্রকার তদন্ত ছাড়াই মামলা গ্রহণ করে। গোটা বিশ্ব যখন মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত তখন স্বাভাবিক জীবন যাপন বিপন্ন তখনই ফ্যাসিবাদ সরকার ব্যস্ত প্রাণের নামে লুটপাট ও আত্মসাতে, এবং সত্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন কারি বিভিন্ন পত্রপত্রিকার সাংবাদিক ও মিডিয়া হাউজগুলোকে নিধন করার মহা উৎসবে ব্যস্ত আওয়ামী পালিত প্রশাসন ও দোসরা। ২০২০ সালের জুন মাসে দুর্নীতি রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এলিয় সরকার উত্তরা কাওলার জমিদার সাইফুল ভুঁইয়ার বাড়ি থেকে গ্রেফতার হন, এবং করোনার পুরো সময়টা অর্থাৎ নয় মাস তিন দিন গাজীপুর সাব জেলে কারাবন্দি থাকেন, ম্যাজিস্ট্রেট কোড, জজ কোর্ট, সবখানে এমপি সবুজের কালো হাতের থাবার কারণে জামিন না মঞ্জুর হয়, অবশেষে দীর্ঘ নয় মাস পর উচ্চ আদালতে করনাকালীন ২৫ নং বেঞ্চে এনায়েতুর রহিম কোর্ট থেকে জামিন লাভ করেন।

বিগত বছরগুলোতে বাদীও সাক্ষী কেউই আদালতে উপস্থিত না হওয়ায় মামলাটি মহামান্য আদালত ন্যায় বিচারের স্বার্থে এবং সত্য প্রতিষ্ঠায় উক্ত মামলা থেকে গত ০৫/০৩/২৫ইং সম্পাদক এলিয় সরকার, প্রকাশক- আমিনুল ইসলাম শাহিন ও রিপোর্টার মোঃ হান্নান মোল্লাকে বেখুসুর খালাস প্রদান করেন। প্রতিবেদকের প্রশ্নের উত্তরে সম্পাদক এলিয়ে সরকার বলেন একজন সংবাদ কর্মীর সবচেয়ে বড় হাতিয়ার হল তার আত্মবিশ্বাস এবং সত্যের উপর অনঢ় থাকা,, তিনি আরো বলেন সংবাদ কর্মীদের একত্রিত হয়ে সকল অন্যায় অপরাধ দুর্নীতির বিরুদ্ধে সত্যের কলম সব সময় সোচ্চার থাকা খুবই জরুরী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top