আজ: শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: বিকাল ৫:২০ |

রাজশাহীর বাগমারায় বাড়ীসহ গরু-ছাগল হাঁস মুরগি পুড়ে ছাই

মোঃ খোরশেদ আলম, (রাজশাহী)

রাজশাহীর বাগমারার উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের পশ্চিম দৌলতপুর গ্রামে আগুনে পুড়ে বাড়ী গরু ছাগল হাঁস মুরগি ও ধান পিয়াজ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ( ৯ এপ্রিল -২৫) দিবাগত রাত আড়াই টার  দিকে বাগমারা উপজেলা পশ্চিম দৌলতপুর গ্রামের মোঃ তজের আলীর ছেলে  তোফাজ্জল হোসেনের বাড়িতে এঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ২টি গরু, ১টি ছাগল ও কিছু হাঁস ও নতুন মুরগির খামার থেকে কিছু মুরগি বাড়ীর টিন সেটের নিচে রাখেন এবং গোয়ালঘরে গরু রেখে। বাড়ীর সবাই ঘুমিয়ে পড়েন।গভীর রাতে গরুর চিৎকারে ঘুম থেকে উঠে দেখেন শুধু গোয়ালঘর নয় পুরো বাড়িতে আগুন দাউ দাউ করে জ্বলছে। স্থানীয়দের ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনটি লাগতে পারে।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো বাড়ী ছাড়াও ২টি গরু ১টি ছাগল হাঁস খামারের মুরগি পুড়ে মারা যায়। ঘটনার সময় ৩ বিঘা জমির প্রায় ৪০ মণ ধান ও ৫ মন পিয়াজ পুড়ে ছাই হয়ে যায়। তোফাজ্জল হোসেন জানান, গাভীর পেটে বাচ্চা ছিল। তাদের সম্বল বলতে বাড়ি-ঘর ও গরু, ছাগল হাঁস মুরগি সহ ধান পিয়াজ ছিল। সব চলে গেল। 

বর্তমানে তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তাদের পরিবারে অন্তত ৬/৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  আবু সিদ্দিক জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top