আজ: শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১২:৩৪ |

নরসিংদীতে দার্শনিক ও পরিবেশবিদ ফরহাদ মাজহার।

নরসিংদী প্রতিনিধি: ফালু মিয়া

নরসিংদী এসেছেন বাংলাদেশি কবি, দার্শনিক, মানবাধিকার কর্মী ও পরিবেশবাদী। বাংলাদেশের সাম্প্রতিক  গণ-অভ্যুত্থানের পর-১৯৭২ সালে প্রবর্তিত সংবিধানের একজন বড় সমালোচক হিসেবে আবির্ভূত ব্যক্তিত্ব ফরহাদ মাজহার।
নরসিংদীর পলাশের ফুলবাড়িয়ায় অবৈধ ব্যাটারি ফ্যাক্টরির ন্বিঃস্বরিত বর্জ্যের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকার কৃষক ও পরিবেশ পরিদর্শনে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে আলোচনা ও মতবিনিময় করতে নরসিংদীতে তিনি আগমণ করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার এর ডাকে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকালে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পলাশের ফুলবাড়িয়ায়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল এর সংগঠক এড. শিরিন আক্তার শেলি, জেলা সংগঠক ওমর ফারুক খান, আওলাদ হোসেন জনি।
পলাশ উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম রাকিব, জুয়েল ভুইয়া, নাঈম খান ও সুমন খান। আহত ছাত্র নেতা গোলাম রেশাদ তমাল, ইমতিয়াজ খান বিলালসহ এনসিপি ও গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নেতাকর্মী ও দক্ষিণ দেওড়া, ফুলবাড়িয়া ও কালাপাইকা গ্রামের মানুষজন।

উল্লেখ, পলাশের ফুলবাড়িয়ায় গত কয়েক বছর আগে অবৈধভাবে নির্মিত হয় চায়না ব্যাটারি ফ্যাক্টরি। এতে ব্যবহৃত এসিড ও সীসা এর ন্বিঃস্বরিত বর্জ্য অব্যবস্থাপনায় ফসলি জমিতে এসে জমির মাটির উর্বরতা একেবারেই নষ্ট করে দিয়েছে। মাটি পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। অনেক গাছের পাতা শুকিয়ে হলুদাবর্ণ ধারণ করেছে। গাছে ফলের কোন স্বাদ নেই। এমনকি এই সময়ে গাছে গাছে ঝিঁঝি পোকার ডাকও শুনা যায়না এবং কোন কীট পতঙ্গ, সাপ-ব্যাঙ, সরীসৃপ কোন প্রাণীর সন্ধান পাওয়া যায়না সহজে।
এলাকার জনগণের অভিযোগ, গ্রামে এর প্রভাবে গত কয়েক বছরে কয়েকজন গর্ববতী মহিলা মারা গেছে। শিশু-কিশোর, বয়সী নারী-পুরুষের গায়ে চুলকানি হচ্ছে। নাম না জানা রোগের আবির্ভাব হয়েছে। ফসলতো হয়ইনা। বাতাসে এসিডের গন্ধ-পরিবেশ কেমন জানি ম্রিয়মাণ হয়ে আছে।
এই সময় এটা নিয়ে কাজ শুরু করেন পলাশের সাংসদ পদপ্রার্থী সারোয়ার তুষার এবং সদর আসনের সাংসদ পদপ্রার্থী এড. শিরিন আক্তার শেলিসহ জাতীয় নাগরিক পার্টি, নরসিংদী জেলার নেতৃবৃন্দ। এসময় পরিবেশবিদ ফরহাদ মাজহার চায়না ব্যাটারি ফ্যাক্টরির কর্তপক্ষের সাথে কথা বলেন।

Scroll to Top