আজ: শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: দুপুর ২:৩২ |

মাথায় পিস্তল ঠেকিয়ে জীবনের চ্যাপ্টার ক্লোজ করলেন ৩৭তম বিসিএস এর এএসপি পলাশ সাহা।

ছিলেন ঢাবির ছাত্র। টিঠিতে জানান দিলেন,

তার লেখা চিঠির অংশ—

আমার মৃ/ত্যুর জন্য বউ এবং মা কেউ দায়ি না। আমিই দায়ি। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। তিনি যেন কো-অর্ডিনেট করে।

Scroll to Top