আজ: শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: দুপুর ১২:৪৬ |

চোরাই কৃত ০৬ লক্ষ টাকা সমমূল্যের ০১ টি সিএনজি উদ্ধার ও ২ জন আসামী গ্রেফতার।

চোরাই কৃত ০৬ লক্ষ টাকা সমমূল্যের ০১ টি সিএনজি উদ্ধার ও ২ জন আসামী গ্রেফতার।মোঃ ওমর ফারুক স্টাপ রিপোর্টার :গত ১২/০৫/২৫ খ্রী: তারিখ রাত্রিবেলা সীতাকুন্ড থানাধীন বাড়বকুণ্ড এলাকা হইতে একটি সিএনজি অজ্ঞাত কয়েকজন লোক চুরি করিয়া অজ্ঞাত স্থানে নিয়া যায়।

উক্ত ঘটনায় সিএনজি গাড়ীর মালিক শ্রীরাম চন্দ্র নাথ বাদী হয়ে সীতাকুন্ড থানায় একটি চুরির মামলা দায়ের করেন। পরবর্তীতে গোপন সূত্রে সংবাদ পাইয়া অতিরিক্ত পুলিশ সুপার জনাব লাবিব আব্দুল্লাহ, সীতাকুণ্ড সার্কেল এর সরাসরি তত্ত্বাবধানে এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে সূত্রোক্ত মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: মাহমুদুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চট্টগ্রাম মহানগরের খুলশী থানাধীন ওয়ারলেস সেগুনবাগান সাকিনস্থ হান্নানের গ্যারেজ হইতে উক্ত চোরাই বাজাজ অটোরিক্সা (সিএনজি),

যাহার চেসিস নং-PS32A1BA3RFE07680, ইঞ্জিন নং-R11BRF07680, যাহার বাজার মূল্য অনুমান ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা, সিএনজি’টি উদ্ধারপূর্বক জব্দ করেন

এবং উক্ত ঘটনার সহিত জড়িত দুইজন আসামী (১) হান্নান (২৬), এবং (২) রাজু চৌধুরী (৩৩) দ্বয় কে গ্রেফতার করিয়া হেফাজতে নিয়া বিধি মোতাবেক থানা হাজতে প্রেরণ করেন। ধৃত আসামীদ্বয় কে বিজ্ঞ আদালতে যথা সময় প্রেরণ করা হবে। উক্ত ঘটনায় অন্যান্য জড়িত পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Scroll to Top