
নরসিংদী প্রতিনিধি: ফালু মিয়া
অদ্য ২১-০৪-২০২৫ খ্রিঃ তারিখে উপজেলা প্রশাসন, কুলিয়ারচর, কিশোরগঞ্জ ও বিএসটিআই আঞ্চলিক অফিস নরসিংদী’র যৌথ উদ্যোগে আগরপুর বাসস্ট্যান্ড ও জাফরাবাদ বাসস্ট্যান্ড, কুলিয়ারচর, কিশোরগঞ্জে’র দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স জাকির বেকারী, আগরপুর বাসস্ট্যান্ড, কুলিয়ারচর, কিশোরগঞ্জ প্রতিষ্ঠানটির বেকারি পণ্য (বিস্কুট ,পাউরুটি ও কেক) অনুকূলে পণ্য মোড়কজাত সনদ গ্রহন ব্যতিরেকে প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মো: আলী আলম এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট অপরাধের বিষয় অভিযুক্তকে অবহিত করলে অভিযুক্ত ব্যক্তি তার কৃত অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত জনাব মো: আলী আলম কে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪/৪১ ধারায় ৫,০০০.০০ (পাচঁ হাজার মাত্র) টাকা অর্থদন্ড প্রদান ও জরিমানা আদায় সাপেক্ষে দায়েরকৃত মামলা নিষ্পত্তি করেন।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স থানভী ফুড প্রোডাক্টস, জাফরাবাদ মোড়, কুলিয়ারচর, কিশোরগঞ্জ প্রতিষ্ঠানটির বেকারি পণ্য (বিস্কুট ,পাউরুটি ও কেক) অনুকূলে পণ্য মোড়কজাত সনদ গ্রহন ব্যতিরেকে প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে মো: মোশাররফ হোসেন এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট অপরাধের বিষয় অভিযুক্তকে অবহিত করলে অভিযুক্ত ব্যক্তি তার কৃত অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযুক্ত জনাব মো: মোশাররফ হোসেনকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪/৪১ ধারায় ১০,০০০.০০ (দশ হাজার মাত্র) টাকা অর্থদন্ড প্রদান ও জরিমানা আদায় সাপেক্ষে দায়েরকৃত মামলা নিষ্পত্তি করেন। প্রতিষ্ঠানটির নোংরা পরিবেশ মানউন্নয়ন করে বিস্কুট, কেক, ব্রেড পন্য উৎপাদন করতে ও বিএসটিআই হতে সিএম ও পিসিআর সনদ গ্রহনের পরামর্শ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের ব্যবহার করা অঅনুমোদিত কালার, স্যাকারিন ও মেয়াদউত্তীর্ন পন্য সামগ্রী লোকসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাবিহা ফাতেমাতুজ-জোহরা
,কুলিয়ারচর, কিশোরগঞ্জ মহোদয়ের নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই আঞ্চলিক অফিস, নরসিংদী এর কর্মকর্তা জনাব মো: আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।
জনস্বার্থে পরিচালিত এরূপ মোবাইল কোর্টে প্রসিকিউশন মিডিয়া হিসেবে অংশগ্রহণপূর্বক অপরাধ উদঘাটন এবং দোষী ব্যক্তি/ ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিএসটিআই’র সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।