আজ: শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: দুপুর ২:৩৮ |

দীর্ঘ ১০ মাস পর চালু হলো নারায়ণগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস।

রাকিব হাসান সাগর

ক্ষতিগ্রস্ত হওয়ার দীর্ঘ নয়মাস পর, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পুনরায় চালু হয়েছে। ‎‎রোববার (৪ মে) সকাল ১১টায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। ‎‎এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক জামাল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) সহ গণমাধ্যমকর্মীরা।‎‎

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এই অফিসে কোনো প্রকার দালালচক্রের স্থান হবে না। আমি নাগরিকদের অনুরোধ করব, কেউ যেন দালালের আশ্রয় না নেন। আমরা পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোথাও দালালচক্রের উপস্থিতি বা কার্যকলাপের খবর পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

‎‎নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিত এই অফিস, আজ থেকে পুনরায় পাসপোর্ট সেবা প্রদান করছে। এতে করে জেলার পাঁচটি উপজেলার সাধারণ মানুষ আবারও নিজ জেলার মধ্যেই এই গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারছেন।‎

উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই রাতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে অফিস ভবনসহ ভেতরের সব আসবাবপত্র, প্রযুক্তি যন্ত্রাংশ এবং বিতরণের জন্য প্রস্তুত থাকা প্রায় ৮ হাজার পাসপোর্ট সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় পাসপোর্ট সেবায় চরম ব্যাঘাত ঘটে এবং সেবাগ্রহীতারা ব্যাপক ভোগান্তির স্বীকার হয়।‎‎অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে নারায়ণগঞ্জ জেলার সেবা গ্রহণকারীদের কেরাণীগঞ্জ, নারসিংদী এবং মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয়।

এতে করে প্রতিদিনের যাতায়াত, ভিড় ও দীর্ঘ সময় অপেক্ষার কারণে সাধারণ মানুষের পাসপোর্ট গ্রহনের প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হয়ে উঠেছিল। ‎‎আজ থেকে নারায়ণগঞ্জ জেলার আওতাধীন জনগন, নিজ জেলার মধ্যেই পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারছেন।

Scroll to Top