
রাকিব হাসান সাগর
ক্ষতিগ্রস্ত হওয়ার দীর্ঘ নয়মাস পর, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস পুনরায় চালু হয়েছে। রোববার (৪ মে) সকাল ১১টায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক জামাল হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী (গণপূর্ত) সহ গণমাধ্যমকর্মীরা।
উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, এই অফিসে কোনো প্রকার দালালচক্রের স্থান হবে না। আমি নাগরিকদের অনুরোধ করব, কেউ যেন দালালের আশ্রয় না নেন। আমরা পাসপোর্ট সেবাকে শতভাগ স্বচ্ছ ও হয়রানিমুক্ত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোথাও দালালচক্রের উপস্থিতি বা কার্যকলাপের খবর পাওয়া মাত্রই আমরা তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক জামাল হোসেন বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নবনির্মিত এই অফিস, আজ থেকে পুনরায় পাসপোর্ট সেবা প্রদান করছে। এতে করে জেলার পাঁচটি উপজেলার সাধারণ মানুষ আবারও নিজ জেলার মধ্যেই এই গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৮ জুলাই রাতে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ সেই অগ্নিকাণ্ডে অফিস ভবনসহ ভেতরের সব আসবাবপত্র, প্রযুক্তি যন্ত্রাংশ এবং বিতরণের জন্য প্রস্তুত থাকা প্রায় ৮ হাজার পাসপোর্ট সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় পাসপোর্ট সেবায় চরম ব্যাঘাত ঘটে এবং সেবাগ্রহীতারা ব্যাপক ভোগান্তির স্বীকার হয়।অগ্নিকাণ্ডের পর সাময়িকভাবে নারায়ণগঞ্জ জেলার সেবা গ্রহণকারীদের কেরাণীগঞ্জ, নারসিংদী এবং মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠানো হয়।
এতে করে প্রতিদিনের যাতায়াত, ভিড় ও দীর্ঘ সময় অপেক্ষার কারণে সাধারণ মানুষের পাসপোর্ট গ্রহনের প্রক্রিয়া জটিল ও সময়সাপেক্ষ হয়ে উঠেছিল। আজ থেকে নারায়ণগঞ্জ জেলার আওতাধীন জনগন, নিজ জেলার মধ্যেই পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারছেন।