
আগামী মাসেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই বারের চ্যাম্পিয়ন ভারত একটু দেরিতেই প্রকাশ করল তাদের স্কোয়াড। এরপর আবার নতুন আলোচনায় ভারত, চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখতে চায় না রোহিত শর্মার দল। অভিজ্ঞদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাচ্ছে ভারত। পাকিস্তান আয়োজক হলেও হাইব্রিড মডেলে হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। ভারতের সব ম্যাচই দুবাইয়ের মাঠে। একটি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইতেই। ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে জার্সি পরে খেলবে তাতে থাকছে না আয়োজক হিসেবে পাকিস্তানের নাম। আয়োজক দেশের নাম জার্সিতে রাখা বাধ্যতামূলক হলেও বিসিসিআই তা করতে অনিচ্ছুক। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত রয়েছে গ্রল্প বি-তে। এই গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম খেলা ভারতের। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ। আর ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে।