আজ: শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১২:০২ |

এবার রাজশাহীর কাছ থেকে পেমেন্ট না পেয়ে অভিযোগ করলেন সামারাবন

বিপিএলে একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। আবারও দলটির নাম জড়াল পারিশ্রমিক ইস্যুতে। টাকা না পেয়ে বিসিবির কাছে অভিযোগ দিয়েছেন লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকন। এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী। প্লেয়ার্স ড্রাফট থেকে লঙ্কান পেসার লাহিরু সামারাকনকে দলে ভেড়ায় ফ্যাঞ্চাইজিটি। চুক্তি অনুসারে দলটির কাছে থেকে ১৫ হাজার ডলার পারিশ্রমিক পাওয়ার কথা রয়েছে তার। তবে এখনও কোন পারিশ্রমিক বুঝে পাননি এই ক্রিকেটার। পারিশ্রমিক নিয়ে বিসিবিতে অভিযোগ দিয়েছেন এই লঙ্কান। জানা গেছে, একাধিকবার ফোন দিয়ে না পাওয়ার পর বিসিবির শীর্ষ কর্তাদের কাছে হোয়াটসঅ্যাপ বার্তায় অভিযোগ করেছেন লাহিরু সামারাকন। এক বিসিবির শীর্ষ কর্তা জানিয়েছেন, বিভিন্ন ক্রিকেটার এ বিষয়ে (পারিশ্রমিক) তাদের অবহিত করছে। এবারের আসরে দলগঠন থেকে শুরু করে সবকিছুতেই যেন এলোমেলো রাজশাহী। এর আগে। পারিশ্রমিক ইস্যুতে দলটির ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেন। স্থানীয় ক্রিকেটারদের কোনো পারিশ্রমিক পরিশোধ না করায় এমন ঘোষণা দেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। পরবর্তীতে বিসিবির সাথে বৈঠকসহ নানা আলোচনার পর ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করে দলটি। এরপর হঠাৎ করে গত সোমবার এনামুল হক বিজয়কে অধিনায়ক থেকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়কত্ব দেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে এখনও পারিশ্রমিক না পেয়ে বিসিবিতে অভিযোগ দিয়েছেন দলটির বিদেশি ক্রিকেটার লাহিরু সামারাকন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top