আজ: রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১:০৭ |

পেকুয়ায় গুলি করে ওসির বাড়ির গরু লুট

পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়ায় গুলিবর্ষণ করে চট্টগ্রাম নগরীর চকবাজার থানার ওসির বাড়ি থেকে তিনটি গরু লুট করেছে ডাকতেরা।
গত রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে ওসির গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের চড়াপাড়া সালাহ উদ্দিন ব্রিজ এলাকায় অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান রবিবার গভীররাতে মাস্টার আহমদ কবিরের বাড়িতে গরু ডাকাতেরা হানা দেয়। বাড়ির একটু দূরে বানৌজা শেখ হাসিনা ঘাঁটি মহাসড়কে দাঁড়ানো ছিল বহনকারী পিক-আপ। গরুর খামার থেকে তিনটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। এসময় ডাকাতেরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।
ওসি জাহেদুল কবির এর ছোট ভাই মনিরুল কবির রাশেদ বলেন, বাড়িতে গরুর খামার রয়েছে। খামারের দেখাশুনা আমি করি। খামারে ছোট বড় ৮টি গরু আছে।আনুমানিক রাত সোয়া একটার দিকে পাশের বাড়ির এক ব্যক্তি মুঠোফোনে কল করে জানায় খামার থেকে গরু নিয়ে যাচ্ছে ডাকাতেরা। এসময় ঘর থেকে বের হয়ে দেখি সড়কের ওপর একটি কাটা পিকআপ। ওই পিকআপে গরু তুলছে। এসময় ডাকাত ডাকাত বলে সামনে এগিয়ে গেলে আমাকে লক্ষ্য করে পরপর দুরাউন্ড গুলি ছুঁড়ে তিনটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়। গাড়িতে তুলতে না পারায় একটি গরু ফেলে যায়। লুটকৃত গরুর আনুমানিক মুল্য আড়াই লক্ষ টাকা হবে। তিনি আরো বলেন, গরু লুট ও গুলি বর্ষণের বিষয়টি রাতে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ এসেছিল। গুলি বর্ষণের কারণে বিনা বাধায় ডাকাতি শেষ করেন ডাকাতেরা।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দূর্জয় বিশ্বাস বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top