আজ: শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১১:৪৩ |

রমজান মাসের চাঁদ দেখা গেছে ২ মার্চ থেকে পহেলা রমজান শুরু।

স্টাফ রিপোর্টার মোঃ সোহেল রানা।

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ২ মার্চ রবিবার থেকে পবিত্র রমজান মাসের পহেলা রমজান শুরু। ১লা মার্চ সন্ধা ৭ ঘটিকায় বায়তুল মুকাররম ইসলামিক ফাউণ্ডেশন এর সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানান ।

ইসলামিক ফাউণ্ডেশন বায়তুল মোকাররম মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয় আগামী ২ মার্চ থেকে পহেলা রমজান শুরু ও আগামী ২৭ রমজান পবিত্র শবে কদর পালিত হবে। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন। সভায় ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউণ্ডেশন এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবণ প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ শাবান ১৪৪৬ হিজরি, ১৬ ফালগুন ১৪৩১ বঙগাব্দ, ১ মার্চ ২০২৫ খ্রি. শনিবার সন্ধায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামী ১৭ ফালগুন ১৪৩১ বঙ্গাব্দ ২ মার্চ ২০২৫ খ্রি. রবিবার থেকে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রমজান মাস গননা শুরু হবে। পরিপ্রেক্ষিতে আগামী ২৬ রমজান ১৪৪৬ হিজরি, ১৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ মার্চ ২০২৫ খ্রি. বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।

চাঁদ দেখা কমিটির সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, ইসলামিক ফাউণ্ডেশন মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান, ইসলামিক ফাউণ্ডেশনর বোর্ড অব গর্ভনর মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, তথ্য অধিদপ্তর এর প্রধান তথ্য কর্মকর্তা মোঃ নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মোঃ ফখরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুঃ আঃ আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম -সচিব মোহাম্মদ শহিদুল ইসলাম, ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ মমিনুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দীন, সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার অধ্যক্ষ আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান ড. আবদুল্লাহ ফারুক, জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার উপাধ্যক্ষ আব্দুল গাফফার, দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top