
স্টাফ রিপোর্টার: মোঃ সোহেল রানা
২৬’শে মার্চ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৫’শে মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র বাঙালীর ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ে। তারা নির্বিচার ও বর্বর হত্যাকাণ্ড চালায়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ২৬’শে মার্চ শুরু হয় স্বাধীনতার লড়াই। এরপর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি চূড়ান্ত বিজয় অর্জন করে। পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে একটি নতুন দেশের নাম, বাংলাদেশ।মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী’র নেতৃত্বে।২৬’শে মার্চ ২০২৫ বুধবার, সাভারে জাতীয় স্মৃতিসৌধ মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সকল বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে, কর্মসংস্থান ব্যাংক।এ সময় উক্ত ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী-সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।