আজ: শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১১:৫৮ |

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন দীপংকর মল্লিক ।

বান্দরবান প্রতিনিধি,

বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সূর্য উদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।বুধবার (২৬ মার্চ) সকাল ৮ ঘটিকায় বান্দরবান জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ ও কুচকাওয়াজের উদ্বোধন করেন প্রধান অতিথি বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী, অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম. মনজুরুল হক, মো. আবু তালেব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারের বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা।উল্লেখযোগ্য ছিল পুলিশ, আনসার ও ভিডিপি দল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দলের মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শনী।এছাড়াও, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top