আজ: শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: বিকাল ৫:২৪ |

গাজায় গনহত্যা বন্ধের দাবীতে বিক্ষোভ পেকুয়ায় এম শামীম চৌধুরীগাজায় ইসরায়েলী বাহিনীর গনহত্যা ও চলমান বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে ।

দুপুরে পেকুয়া বাজার থেকে একটি বিশাল মিছিল সড়ক প্রদক্ষিণ করে কলেজ গেইট চৌমুহনী গিয়ে শেষ হয়। সেখানে চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এর আগে খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেন। জাতীয় ওলামা মাশায়েক (আইম্মা) পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে হাজার হাজার মানুষ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।জাতীয় ওলামা মাশায়েক (আইম্মা) পরিষদ এরক্বারী মনির উল্লাহ’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা জামায়েত এর সেক্রেটারী নুরুল কবির, এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, ইসলামি আন্দোলন বাংলাদেশ পেকুয়া শাখার সভাপতি মাওলানা আলী আজগর, জামায়াত নেতা মাওলানা আলী আকবর, মুফতি বদিউল আলম, মাওলানা আজিজ উদ্দিন, মাওলানা ফরিদুল আলম, মাওলানা হাবিবউল্লাহ, মাওলানা নূর কাসেম ফারুকী, মাওলানা রুহুল আমিন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা সাজ্জাদুর রহমান, হেফাজত ইসলামের মাওলানা আবুল কাসেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেকুয়া প্রতিনিধি মাশরাফি ছরওয়ার হিরন, ঢাকা কলেজের শিক্ষার্থী মুফিদুল ইসলম, পেকুয়া উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত মোস্তাফা নুরী প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বাংলাদেশ ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ হেফাজত ইসলাম, আহলে সুন্নতে ওয়াল জামাত, পেকুয়া জনকল্যান সোসাইটি,বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, ব্যাবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্নস্তরের তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। বক্তারা ফিলিস্তিনের উপর গণহত্যা, নির্যাতন নিপিড়ন, শিশু হত্যা বন্ধ ও ইসরায়েলের সকল পন্য বয়কটের দাবী তুলেন। আলোচনা শেষে ফিলিস্তিনসহ বিশ্বের সকল মুসলিম উম্মাদের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top