আজ: শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১১:৫৮ |

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

দীপংকর মল্লিক: বান্দরবান প্রতিনিধি,

ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে ফুঁসে উঠেছে বান্দরবানের ছাত্র-জনতা। আলআকসা রক্ষায় অবিলম্বে হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছে ছাত্র-জনতা। সোমবার (৭ এপ্রিল) সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বান্দরবান প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন মুসলমানদের প্রাণের স্পন্দন আলআকসা মসজিদ আজ আগ্রাসনের মুখে।

ইসলামের প্রথম কিবলা ও ইতিহাস-ঐতিহ্যে ভরপুর পবিত্র এই স্থানকে ঘিরে ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও ফিলিস্তিনি জনগণের ওপর নির্বিচার হামলা মানবতাবিরোধী অপরাধ। অবিলম্বে এই গণহত্যা বন্ধে আন্তর্জাতিক মহলের কঠোর হস্তক্ষেপের দাবি জানান তারা। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক। তিনি বলেন, ফিলিস্তিন মুসলিমদের আত্মার এক অবিচ্ছেদ্য অংশ আলআকসা মসজিদ। সেখানে চলমান হামলা কেবল একটি অঞ্চলের নয়, সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। এই অমানবিক গণহত্যা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র নেতা মোঃ আসিফ ইকবাল। তিনি বলেন, আমরা ছাত্র-জনতা আর নিরব থাকবো না। ফিলিস্তিনের ভাই-বোনদের ওপর জুলুম চলতে দেওয়া হবে না। এই গণহত্যা বন্ধ না হলে আমাদের আন্দোলন আরও বেগবান হবে।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থী, সুশীল সমাজ, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে হাতে ফেস্টুন, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘গণহত্যা বন্ধ কর’, ‘আলআকসা আমাদের গর্ব’ স্লোগানে মুখর করে তোলে পুরো শহর। সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ প্রার্থনার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং ফিলিস্তিনে শান্তি কামনায় দোয়া করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top