আজ: শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১১:৫৯ |

রাজধানীর ডেমরায় রাজউকের উচ্ছেদ অভিযান, জরিমানা ২ লাখ টাকা

রুবেল মিয়া স্টাফ রিপোর্টার,

রাজধানীর ডেমরা থানার এলাকায় পাড়াডগার এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। উচ্ছেদ অভিযানে নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণ করে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা ৬ (ছয়)টি ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করা সহ ২০০০০০/= (দুই লাখ) টাকা জরিমানা আদায় করা হয়েছে।সোমবার (১৭ মার্চ) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম এবং রাজউক (জোন-৬/২) ও অ: দা: (জোন -৬/৩) এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া এর যৌথ নেতৃত্বে সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।উচ্ছেদ অভিযান কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল ইসলাম বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর জোন ৬/২ আওতাধীন ডেমরা পাড়াডগার এলাকায় নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনের সেটব্যাক ও ভয়েড এ ব্যত্যয় পাওয়া গেছে। ব্যত্যয়কৃত নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণ সহ ৬ (ছয়) টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এবং একটি ভবনকে ২০০০০০/= (দুই লাখ) টাকা জরিমানা আদায় করা হয় একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা মেনে ইমারত নির্মাণ করে সে বিষয়ে ২ (দুই)টি ভবন মালিকদের কাছ থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়।এছাড়াও অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, ভবন নির্মানে রাজউক অনুমোদিত নকশা মেনে মালিকগণ ভবন নির্মাণ করবেন এবং জনসাধারণের চলাচলের রাস্তা ব্যহত করে ভবন নির্মাণ না করা চলাচলের রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভবন নির্মাণ না করা সেই বিষয়ে সচেতন করে সতর্ক করা হয়েছে।স্থানীয়রা জানান, স্বতঃস্ফূর্তভাবে আমরা এলাকার মানুষ রাজউকের এই অভিযানে সহযোগিতা করি। রাজউক নিয়মিত এই ধরনের অভিযান চলমান রাখলে ভবন মালিকগণ কেউ নকশা ছাড়া ভবন করতে সাহস পাবে না।উচ্ছেদ অভিযান কালে অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া এর নেতৃত্বে সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য, ইমারত পরিদর্শক মোঃ মারুফ হোসেন, হায়াত মাহমুদ, মলয় চন্দ্র রায়, মোঃ মিল্লাত হোসেন সহ রাজউকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অভিযানে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top