
বাঁশখালীতে অবৈধ বালু-মাদক ব্যবসার প্রতিবাদ করায় হত্যার হুমকি, থানায় জিডিচাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার গানম্যান মোহাম্মদ জসিম উদ্দিনকে হাত-পা কেটে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে মোহাম্মদ মোহাব্বত নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানা গেছে, উভয়ের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১১ নম্বর পুইছড়ী ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ডে। তারা পূর্বপরিচিত হলেও ব্যক্তিগত শত্রুতার কারণে বিভিন্ন সময়ে বিরোধে জড়িয়ে পড়েন। সম্প্রতি ২০ মার্চ মোহাম্মদ মোহাব্বত তার ফেসবুক প্রোফাইল থেকে জসিম উদ্দিনকে হাত-পা কেটে লাকড়ির মতো চুলার জ্বালানি হিসেবে ব্যবহারের মাধ্যমে হত্যার হুমকি দেন। মুহূর্তের মধ্যেই এই হুমকির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়।এদিকে, মোহাব্বতের ভাই মোহসিন হাসান শরীফ নামে এক ব্যক্তি ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের সাথে সম্পাদিত ছবি পোস্ট করে এবং জসিম উদ্দিনকে ‘ডেভিল’ আখ্যা দিয়ে সমালোচনা করেন। তার এই পোস্টের স্ক্রিনশটও সংরক্ষিত রয়েছে।স্থানীয়রা জানান, মোহাব্বত দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সঙ্গে জড়িত। এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা, অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। জসিম উদ্দিন এই অবৈধ কার্যকলাপের প্রতিবাদ করায় তাকে বিভিন্ন সময়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।এদিকে, মোহাব্বত নিজেকে জামায়াত নেতা হিসেবে পরিচয় দিলেও সংগঠনের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এর আগেও সে ইউনিয়ন পরিষদে হামলা এবং অন্যান্য অপকর্মে জড়িত থাকার অভিযোগে বিতর্কিত ছিলেন।এ ঘটনার অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে