আজ: শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: বিকাল ৫:৩৫ |

গাজায় গনহত্যার প্রতিবাদে সাভারে জামায়াত ইসলামি আনন্দোলনের বিক্ষোভ সমাবেশ।

স্টাফ রিপোর্টার মোঃ সোহেল রানা।

গাজায় চলমান ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা জেলা উওর জামায়াত ইসলামি আনদোলন এর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ পালন করা হয় । গত ৭ তারিখ রোজ সোমবার আনুমানিক বিকাল ৫ ঘটিকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসরায়েলের এই অমানবিক কর্মকাণ্ডে আজ পুরো বিশ্ব বিবেক নড়ে বসেছে। আমরা এই নৃশংসতার বিরুদ্ধে ধিক্কার জানাই। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, তিনি যেন ফিলিস্তিনবাসীকে রক্ষা করেন।” “ফিলিস্তিনে শিশুদের কান্না, মায়েদের বুকফাটা আর্তনাদ ও ধ্বংসস্তূপে চাপা পড়া স্বপ্ন আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করেছে। নীরব থাকা মানে নৈতিকভাবে অন্যায়কে মেনে নেওয়া।”

“এই প্রতিবাদ কোনো রাজনৈতিক বার্তা নয়, এটি মানবতার পক্ষে একটি অবস্থান। বাংলাদেশ জামায়াত ইসলামি আনদোলনঅন্যায়ের প্রতিবাদ করে ও, প্রতিবাদ করতে জানে।ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, আমার ভাই মরলো কেন জাতিসংঘ জবাব চাই স্লোগানের মাধ্যমে তাদের প্রতিবাদ জানান ও ইজরায়েলি গনহত্যার তীব্র নিন্দা জানিয়ে বিশ্বের সকল মুসলিম কে এক হওয়ার আহবান জানান বাংলাদেশ জামায়াত ইসলামি আনদোলন। ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজালাখ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে ঢাকা জেলা জামায়াত ইসলামি আনদোলনের নেতৃবৃন্দরা ইজরায়েলি পতাকা দাহ করেন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুরু করেন।

কর্মসূচি তে রাজালাখ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন থেকে শুরু হয় ও সাভার রেডিও কলোনি তে ইজরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জামায়াত ইসলামি আনদোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় । বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াত ইসলামি আনদোলন এর সভাপতি থেকে দলীয় সকল নেতৃবৃন্দরা। উপস্থিত যুব ইসলামি আনদোলনের নেতৃবৃন্দরা, আরও উপস্থিত ছিলেন ইসলামি আনদোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

1 thought on “গাজায় গনহত্যার প্রতিবাদে সাভারে জামায়াত ইসলামি আনন্দোলনের বিক্ষোভ সমাবেশ।”

Leave a Reply to MD Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top