আজ: শনিবার, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১:৪১ |

পেকুয়া জব্দকৃত মাছ ৪লাখ টাকায় নিলাম

পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়ায় মাছ আহরণ নিষিদ্ধের সময়ে আহরণকৃত মাছ চোরাই পথে পাচারের সময় তিন ড্রাম্পট্রাক ভর্তি মাছ জব্দ করেছে পেকুয়া থানা পুলিশ। রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলেজ গেইট চৌমুহনী মোড়ে পেকুয়া থানা পুলিশ গাড়িসহ মাছ জব্দ করেন।

আজ সোমাবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী মাছগুলোর নিলাম দেন। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উন্মোক্ত নিলামে সর্বোচ্চ ৪লাখ টাকা ডাককারীকে মাছগুলো যথাযথ নিয়মে ছাড় করে দেন।

স্থানীয়রা জানান, সাগরে সব ধরণের মাছ আহরণে নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারের এ সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সিন্ডিকেট মগনামা জেটিঘাট থেকে গভীররাতে ড্রাম্পট্রাক করে মাছ পাচার করে আসছিল।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী বলেন, চোরাই পথে পাচারের সময় জব্দকৃত মাছ উন্মোক্তভাবে নিলামে সর্বোচ্ছ ৪লাখ টাকা ডাককারীকে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন,৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা সম্পুর্ণ নিষেধ রয়েছে। এরপরেও কিছু কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাছ পাচারের চেষ্টায় জড়িত রয়েছে। ভবিষ্যতে যারা এ ধরণের কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top