আজ: শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: সন্ধ্যা ৭:৩০ |

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃদ একটি মোটর সাইকেল। সোমবার (২১ এপ্রিল) দুপুরে তাদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করে আদালতে পাঠিয়েছে।

গ্রেপ্তাররা হলো- সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী তেরামার্কেট এলাকার ইসমাঈল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৪) ও পূর্বপাড়ার আমিনুল ইসলামের ছেলে সালামান (২৪)।

রবিবার রাতে মিজমিজি পাগলা বাড়ি এলাকার ভাই ভাই চুনা কারখানার সমনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির হোসেন বলেন, মিজমিজি পাগলাবাড়ি এলাকায় মাদক ক্রয় বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টেরপেয়ে তারা মোটরসাইকেলে চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাদের ধাওয়া করে গ্রেপ্তার করতে সক্ষম হই

Scroll to Top