আজ: শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১১:৫১ |

ইন্দোনেশিয়ায় আকস্মিক ভূমিধসে ১৬ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় মধ্যাঞ্চলীয় জাভার প্রদেশের পেকানোনগান শহরে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছের আরও পাঁচজন। গতকাল মঙ্গলবার দুর্যোগ প্রশমন সংস্থা ও পুলিশের বরাতে কাতারর ভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা এ খবর জানিয়েছে। পেকালোঙ্গান নগরীর পুলিশ প্রধান দোনি প্রাকোসো স্থানীয় টিভি চ্যানেল মেট্রো টিভিকে বলেন, ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতাল ও নিকটস্থ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। তিনি বলেন, সোমবার ওই এলাকায় ভূমিধস ঘটে এবং উদ্ধারকর্মীরা এখনও কমপক্ষে পাঁচজন নিখোঁজকে খুঁজে বের করার চেষ্টা করছেন। দোনি বলেন, ‘পেকালোঙ্গানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ বেশি ছিল এবং পাহাড়ি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।’ স্থানীয় সম্প্রচারমাধ্যম কোমপাস টিভিকে দেশটির আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তা বেরগাস কাতুরাসি জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে এই ভূমিধস হয়েছে। বৃষ্টির কারণে নিখোঁজদের জন্য তল্লাশি অভিযান বাধাপ্রাপ্ত হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কারণ প্রকৃতির সঙ্গে আমাদের প্রতিযোগিতা করতে হচ্ছে। তাই বাধাপ্রাপ্ত হলেও নিখোঁজদের তল্লাশি অব্যাহত আছে। বর্ষাকালে সাধারণত ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিধসের ঝুঁকিতে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোয় প্রতিকূল আবহাওয়ার কারণে সৃষ্ট কিছু দুর্যোগ সেই মৌসুমের বাইরেও ঘটেছে। নভেম্বরে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ২৭ জনের প্রাণহানি ঘটে। মে মাসে, পশ্চিম সুমাত্রায় ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় কমপক্ষে ৬৭ জন মারা যান। মাউন্ট মারাপির অগ্নুৎপাত থেকে ছাই, বালি ও নুড়িপাথরের মিশ্রণ আবাসিক এলাকাকে ভাসিয়ে নিয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top