আজ: শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: বিকাল ৫:২৫ |

সখিপুর স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ।

বারেক হোসাইন
ভেদরগঞ্জ প্রতিনিধি।

সখিপুর, শরীয়তপুর – মঙ্গলবার (২৫ মার্চ): হাজী শরিয়তউল্লাহ কলেজ মাঠে রমজানের পবিত্রতা ও সৌহার্দ্য বজায় রাখতে সখিপুর স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন এক মহতী উদ্যোগ গ্রহণ করেছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ ১৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

এই আয়োজন এলাকার অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিয়েছে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, বিরিয়ানি এবং ঠাণ্ডা পানীয়।

স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের এক সংগঠক ইরাম সরদার বলেন, “আমাদের লক্ষ্য হলো সমাজের প্রত্যেকটি মানুষ যেন রমজানের আনন্দ উপভোগ করতে পারে। ভবিষ্যতেও আমরা এ ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে যাবো।”

স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকেই আশা প্রকাশ করেছেন, এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিত চালু থাকবে।

ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ প্রশংসিত হচ্ছে সর্বস্তরের মানুষের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top