
রাকিব হাসান সাগর। সিদ্দিরগঞ্জ প্রতিনিধি।
৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮ঃ০০ ঘটিকায় নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে বার্মা স্ট্যান্ডের লেকে এক এক যুবকের লাশ ভাসতে দেখা যায়, পরে এলাকাবাসী পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। লাশ পানির থেকে উপরে নিয়ে তার সাথে থাকা মানিবেগে তার ছবি ও পরিচয় পত্র পায়, জা থেকে পুলিশ জানতে পারে এই লাস্টটি নয়ন নামের এক যুবকের বয়স (২০) পিতা আব্দুল হালিম মাতা নাজমা বেগম তাদের গ্রামের বারি জামালপুর জেলায়।
ভিকটিম ধনুকুন্ডা এলাকায় জনাব শাহ আলম মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন,জানা জায় নয়ন ধনকুন্ডা এলাকায় একটি ডাইং হাউসে চাকরি করতো, আশেপাশে কিছু গার্মেন্টস ও ডাইং হাউজ গুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে নতুন নতুন চাকরির সন্ধান করছিল নয়ন, গত ৫ ফেব্রুয়ারি বাসা থেকে বের হয় ইফতারের পর সারা রাত বাসায় না ফিরার নয়ন এর মামা চিন্তিত হয়ে অনেক খোঁজাখুঁজি করে নয়ন এর সন্ধ্যান পান নি।৭ তারিখ রোজ শুক্রবার আনুমানিক সকাল ৮ ঘটিকায় সিদ্ধিরগঞ্জের বার্মি স্ট্যান্ডের গোদ নাইলের লেকের পানিতে নয়নের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। নয়নের মা বাবা মামা পুলিশ কে জানায় নয়ন আগের থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। নয়নের মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশ সুরতাহলে করতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হসপিটালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।