
বিজ্ঞাপন নির্মাতা আকাশ আমিনের পরিচালনায় গাজীপুরের পূবাইলে নির্মাণ কাজ সম্পুর্ন হলো ওয়েব ফিল্ম “লাশ”। কয়েকজন ডোমের উচ্চ বিলাশিতার কারনে ভয়ংকর অপরাধের সাথে জড়িয়ে পরা নিয়ে একটি সম্পুর্ণ ব্যাতিক্রমী গল্প নিয়ে চিত্রায়িত হলো লাশ ওয়েব ফিল্ম টি। এ প্রসঙ্গে পরিচালক আকাশ আমিন বলেন লাশ ওয়েব ফিল্ম টিতে রোমান্স, প্রতি মুর্হুতে উত্তেজনা, অ্যাকশন, হাসি কান্না দর্শক সবকিছু এক সাথে পাবে।
সবচেয়ে বড় কথা মানুষের হৃদয়ে দাগ কেটে যাবে এবং দীর্ঘদিন সেই দাগ লেগে থাকবে।কাজী সবুজের চিত্রনাট্যে আকাশ আমিনের পরিচালনায় এতে অভিনয় করেছেন চিত্র নায়িকা সারা জেরিন, চিত্র নায়ক আফফান মিতুল, শিমুল মাহমুদ, রিয়া সহ আরো অনেকে। লাশ ওয়েব ফিল্মটির কেমেরায় ছিলেন আরাফাত।