আজ: শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১২:০২ |

আমি সর্বকালের সেরা: রোনালদো

সর্বকালের সেরা ফুটবলার কে? ফুটবল ইতিহাসে এ প্রশ্ন নিয়ে বহু বিতর্ক হয়েছে। পেলে, ম্যারাডোনা, মেসি-এ তিন কিংবদন্তি ফুটবলের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে বহুবার আলোচনার কেন্দ্রে ছিলেন। তবে বর্তমান ফুটবলের অন্যতম উজ্জ্বল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজেকে সর্বকালের সেরা বলে দাবি করেছেন। সম্প্রতি স্প্যানিশ টিভি শো ‘এল চিরিনগুইতো’তে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “আমি সর্বকালের সেরা কমপ্লিট খেলোয়াড়। ফুটবলের ইতিহাসে আমার মতো পরিপূর্ণ খেলোয়াড় আর নেই।” রোনালদো তার দাবি সমর্থনে বিভিন্ন পরিসংখ্যান ও যুক্তি উপস্থাপন করেন। রোনালদো নিজেকে সর্বকালের সেরা দাবি করার পেছনে বেশ কিছু যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন, “ইতিহাসের সেরা গোলদাতা কে? এটি পরিসংখ্যানের বিষয়। আমি সবচেয়ে বেশি হেড, ডান পা, বাঁ পা, ফ্রি কিক ও পেনাল্টি গোল করেছি।” “আমি বাঁ-পায়ের খেলোয়াড় নই, তবু বাঁ পায়ের গোলের তালিকায় আমি সেরা দশে আছি।” “আমি দ্রুতগামী, শক্তিশালী এবং প্রতিটি পজিশনে গোল করার সামর্থ্য রাখি।” এছাড়া, রোনালদো মনে করেন, তার ক্যারিয়ারের সাফল্য এবং ধারাবাহিকতা অন্য অনেক কিংবদন্তিকে ছাড়িয়ে গেছে। ৩৯ বছর বয়সেও তিনি প্রতিযোগিতামূলক ফুটবলে নিজের অবস্থান ধরে রেখেছেন, যা অনেক খেলোয়াড়ের পক্ষেই সম্ভব হয়নি। মেসি ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর অনেকেই তাকে সর্বকালের সেরা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তবে রোনালদোর মতে, শুধু বিশ্বকাপ জয়ই কাউকে সর্বকালের সেরা নির্ধারণ করতে পারে না। তার মতে, ফুটবলের ইতিহাসে এককভাবে সব দিক থেকে পরিপূর্ণ খেলোয়াড় তিনি নিজেই। রোনালদোর দাবির পক্ষে ও বিপক্ষে বিভিন্ন ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা মত দিয়েছেন। কিছু বিশেষজ্ঞ বলেন, গোলসংখ্যা বা শারীরিক দক্ষতায় রোনালদো এগিয়ে থাকলেও, মাঠে প্লেমেকিং ও প্রতিভার বিচারে মেসি কিংবা ম্যারাডোনা এগিয়ে আছেন। অন্যদিকে, অনেকে মনে করেন, রোনালদো যেমন শারীরিকভাবে শক্তিশালী ও দ্রুতগামী, তেমনি তার গোল করার দক্ষতা অতুলনীয়। ক্রিস্টিয়ানো রোনালদো বিভিন্ন ক্লাবে খেলে অসংখ্য শিরোপা জিতেছেন। তার ক্লাব ক্যারিয়ারে উল্লেখযোগ্য অর্জনগুলোর মধ্যে রয়েছে:

-ম্যানচেস্টার ইউনাইটেড (২০০৩-২০০৯, ২০২১-২০২২): ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগসহ বহু শিরোপা।

-রিয়াল মাদ্রিদ (২০০৯-২০১৮): চারটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, তিনটি ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য ট্রফি। -জুভেন্টাস (২০১৮-২০২১): সিরি আ শিরোপা ও ইতালিয়ান কাপ জয়।

-আল নাসর (২০২৩-বর্তমান): সৌদি প্রো লিগে খেলা চালিয়ে যাচ্ছেন এবং তার পারফরম্যান্স এখনও উচ্চমানের। ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে কোচিংয়ে আসবেন কি না, এমন প্রশ্নের উত্তরে রোনালদো বলেন, “আমি কোচ হব বলে মনে হয় না। এটা খেলোয়াড় হওয়ার চেয়ে কঠিন। তবে ক্লাবের মালিক হতে পারি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top