আজ: শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, | সময়: রাত ১২:০২ |

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামেই হবে ভারত-বাংলাদেশ ম্যাচ। হামজা চৌধুরীর অভিষেক সম্ভাবনা

বাংলাদেশ ও ভারতের মধ্যে আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের ভেন্যু চূড়ান্ত হয়েছে। আগামী ২৫ মার্চ মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ দল এশিয়ান কাপ বাছাইপর্বকে সামনে রেখে ২৮ ফেব্রুয়ারি ঢাকায় প্রস্তুতি ক্যাম্প আ করবে। ক্যাম্পের শুরু থেকেই ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।

দেশে কয়েক দিনের অনুশীলন শেষে বাংলাদেশ দল সৌদি আরবে যাবে, যেখানে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার অধীনে প্রায় দেড় সপ্তাহব্যাপী প্রস্তুতি চলবে। এরপর ঢাকায় ফিরে ভারত সফরে যাবে দল। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচেই জাতীয় দলে অভিষেক ঘটতে পারে হামজা চৌধুরীর। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এখন পর্যন্ত ফিফা স্বীকৃত কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। তাই বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজনের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনুমোদন প্রয়োজন ছিল। এএফসি কর্তৃপক্ষ স্টেডিয়াম পরিদর্শন শেষে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে, যার ফলে এটি প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে।

বাংলাদেশ জাতীয় দল সর্বশেষ ১৯৮০ সালে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবারের বাছাইপর্বে বাংলাদেশ ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের সঙ্গে একই গ্রুপে রয়েছে। গ্রম্প চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে ভালো ফল অর্জনের মাধ্যমে বাছাইপর্বে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। ফুটবলপ্রেমীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারত-বাংলাদেশ মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচের জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top